০১ | সেবার নাম | বিবরণ | প্রক্রিয়া | মন্তব্য |
০২ | নিরাপত্তা প্রদান | গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা (সশস্ত্র/নিরস্ত্র) আনসার সদস্য নিয়োগ প্রদান করা হয়ে থাকে | প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের ভিত্তিতে আনসার/ভিডিপি সদস্যদেরকে জেলা কমান্ড্যান্ট নিয়োগ দিয়ে থাকে। | |
০৩ | মৌলিক প্রশিক্ষণ | ১০% কোটায় চাকুরী বা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কোন সুবিধা প্রাপ্তির জন্য আনসার মৌলিক, ভিডিপি/টিডিপি মৌলিক, দলনেতা/দলনেত্রী, কমান্ডার/সহাকরী কমান্ডার প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। | উপজেলা আনসার ও ভিডিপি কাযালয় থেকে জানতে হবে। | |
০৪ | পেশাভিত্তিক/কর্মমূখী শিক্ষা | আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষজনশক্তি তৈরীতে অত্র জেলার টিটিসি’র মাধ্যমে (১) মোটর ড্রাইভিং ও মেকানিক্স (২) অটো মোবাইল (৩) ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং (৪) ফ্রিজ এন্ড এয়ার কন্ডিশনিং (৫) ওয়েল্ডিং 4জি (৬) বেসিক কম্পিউটার (৭) সেলাই ও ফ্যাশন ডিজাইন (অতিরিক্ত নকশি কাঁথা তৈরী। | ঐ | |
০৫ | অন্যান্য প্রশিক্ষণ | (১) ইলেকট্রিশিয়ান (২) ফ্রিজ মেরামত (৪) ওভেন মেশিন অপারেটর (৫) সোয়েটার নিটিং, (৬) গ্রামোন্নয়ন, (৭) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা | ঐ | |
০৬ | আর্থিক সহায়তা | আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণের নিজের/স্ত্রী/স্বামী/ছেলে/মেয়ে বিবাহ, চিকিৎসা, অপারেশন, মৃত্যু, স্থায়ী পঙ্গুত্ব | ঐ | |
০৭ | পুরস্কার ও সম্মাণনা | সাহসীকতাপূর্ণ কাজ, প্রশসংসীয় কাজের স্বীকৃতি | ঐ | |
০৮ | গনশুনানী | প্রতিমাসের ২৫ তারিখ সাধারণ সদস্যদের সমস্যা সমাধানের গণশুনানীর আয়োজন | ঐ | |
০৯ | পুলিশ ভিআর ও প্রশিক্ষণ প্রত্যয়ন | অঙ্গীভূতির জন্য পুলিশ ভিআর ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের প্রত্যয়ন প্রদান | ঐ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস